Ekbar jodi keu lyrics (একবার যদি কেউ) Syed Abdul Hadi



একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙ্গে দিত সব নীরবতা
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙ্গে দিত সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এই তো মরণ
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এই তো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো।
Previous
Next Post »