Jeona sathi lyrics (যেওনা সাথী) Syed Abdul Hadi



যেও না সাথি
যেও না সাথি
ও যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর
যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি
Previous
Next Post »