Ami Tomari Premo Bikhari Lyrics (আমি তোমারই প্রেম ভিখারি) Syed Abdul Hadi



আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
আমি তোমারই, তুমি আমারই
পাশে থেকো জীবনে মরনে গো
পাশে থেকো জীবনে মরনে

বুকেরই ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দের বাতি
চোখেরই মণিতে শয়নে-স্বপনে
আছো তুমি দিবস রাতি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে

আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে

তোমােরে আমি যে কত ভালোবাসি গো
বোঝাবো, কেমনে বোঝাবো?
তোমারে না পেলে জানি আমি, জানি গো
মরিবো, অকালে মরিবো
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে

আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে।

Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com



Previous
Next Post »