আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
আমি তোমারই, তুমি আমারই
পাশে থেকো জীবনে মরনে গো
পাশে থেকো জীবনে মরনে
বুকেরই ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দের বাতি
চোখেরই মণিতে শয়নে-স্বপনে
আছো তুমি দিবস রাতি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
তোমােরে আমি যে কত ভালোবাসি গো
বোঝাবো, কেমনে বোঝাবো?
তোমারে না পেলে জানি আমি, জানি গো
মরিবো, অকালে মরিবো
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে।
Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com