Ke Bashi Bajay Re Lyrics (কে বাঁশী বাজায় রে) Anila

 

Ke Bashi Bajay Re Lyrics (কে বাঁশী বাজায় রে) Anila


Ke Bashi Bajay Re Lyrics by Anila :

Ke Bashi Bajay Re Lyrics Written by And Song Is Sung by Anila and S.M Hedayat. Music Arranged by Sunny Karmakar. Music Composed by Fuad Al Muqtadir. Song Mixing and Mastering by G-Seris Production.

Singer : Anila
Album : Bonno
Lyric :  S.M Hedayat
Tune  : Lucky Akhand
Music : Fuad Al Muqtadir
Language : Bangla
Label : G-Series

Ke Bashi Bajay Re Song Lyrics in Bangla :

কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না

ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরন কিছুই জানি না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না

নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না। 

Previous
Next Post »