Ki Kore Bolibo Ami Lyrics (কি করে বলিবো আমি) Syed Abdul Hadi



কি করে বলিব আমি
আমার মনে বড় জ্বালা
কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না
বিনি সূতার মালাখানি গাঁথা হইলো না

এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ
পুড়ে হবে কালা

লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না

ভালোবাসার অপরাধে
হয়েছিল দোষী
তাই বলে থেমে ছিল
কদম তলার বাঁশি
ও দংশিলে পিরীতের বিষে
ওঝা মিলে না রে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে
Previous
Next Post »