Ei Rat Dake Oi Chad Dake Lyrics (এই রাত ডাকে) Subir Nandi | Shammi

 

Ei Rat Dake Oi Chad Dake Lyrics (এই রাত ডাকে) Subir Nandi | Shammi


Ei Rat Dake Oi Chad Dake Lyrics by Subir Nandi and Shammi :

Ei Rat Dake Oi Chad Dake Lyrics . This song Singing by Subir Nandi & Shammi Akhtar . Music Composed by Mohammad Rafiquzzaman. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody needs Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Cast: Razzak & Suchirata
Singer: Subir Nandi & Shammi Akhtar 
Lyricist: Mohammad Rafiquzzaman
Composer: Khandakar Nurul Alam
Movie: Kajol Lota
Director: Mostafa Anwar
Production: Z. A. Films
Language: Bangla
Label: Anupam

Ei Rat Dake Oi Chad Dake Song Lyrics in Bangla : 

এই রাত ডাকে 
ঐ চাঁদ ডাকে,  হায় তুমি কোথায়
এই রাত ডাকে 
ঐ চাঁদ ডাকে,  হায় তুমি কোথায়
ভালোবাসার রঙে রঙে , ভালোবাসার রঙে রঙে 
আমি সাজাবো তোমায়, তুমি কোথায় 
তুমি কোথায় , তুমি কোথায়। 
এমন করে ডাকো যদি , এমন করে ডাকো যদি 
আমার ঘরে থাকা দায়।
এই রাত ডাকে , ঐ চাঁদ ডাকে
আজ তোমায় আমায়, তোমায় আমায়। 

ও………………
তুমি সাথী হয়ে এলে 
আমি নয়ন ভরে জীবন ভরে 
রাখব তোমায় আপন করে
সুখে-দুখে দেখবো তোমায় 
প্রেমের প্রদীপ জ্বেলে, 
আমি চির সাথী হয়ে এলাম 
চিরদিনে র আশায় , 
আমি চির সাথী হয়ে এলাম 
চিরদিনে র আশায়। 
এই রাত ডাকে , ঐ চাঁদ ডাকে
আজ তোমায় আমায়, তোমায় আমায়। 

ও………………
আমি থাকি বা না থাকি 
তবু বাতাস হয়ে সুবাস হয়ে 
তোমার কাছে আসবো বয়ে
গানে গানে ডাকবো তোমায় 
হয়ে বনের পাখি
আমি বুকের মাঝে রাখবো তোমায় 
বুকের ভালোবাসায়, 
আমি বুকের মাঝে রাখবো তোমায় 
বুকের ভালোবাসায়। 
এই রাত ডাকে , ঐ চাঁদ ডাকে
আজ তোমায় আমায়।
এই রাত ডাকে , ঐ চাঁদ ডাকে
আজ তোমায় আমায়।।
ভালোবাসার রঙে রঙে , ভালোবাসার রঙে রঙে 
আমি সাজাবো তোমায়।
এই রাত ডাকে , ঐ চাঁদ ডাকে
আজ তোমায় আমায়, 
তোমায় আমায়, তোমায় আমায়। 
Previous
Next Post »