Mone Kosto Matha Nasto Lyrics (মনে কষ্ট মাথা নষ্ট) Asif Akbor :
Mone Kosto Matha Nasto Lyrics . This song Singing by Asif Akbor . Music Composed by Kabir Bakul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody needs Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song: Mone Kosto Matha Nasto
Cast: Manna
Singer: Asif Akbor
Lyricist: Kabir Bakul
Composer: Ali Akram Shuvo
Movie: Matha Nosto
Director: Shafi Iqbal
Producer: Nokkhotro Cholochitro
Language: Bangla
Label: Anupam
Mone Kosto Matha Nasto Song Lyrics in Bangla :
মাফ করে দে
আমায় মাফ করে দে
মনের ময়লা সবই
খোদা সাফ করে দে
মনে কষ্ট মাথা নষ্ট
মনে কষ্ট মাথা নষ্ট
মাফ করে দে আমায়
মাফ করে দে
খোদা মনের ময়লা সবই
মাফ করে দে।
মনে কষ্ট মাথা নষ্ট
মনে কষ্ট মাথা নষ্ট
মাফ করে দে আমায়
মাফ করে দে
খোদা মনের ময়লা সবই
মাফ করে দে।
আ………আ………আ………আ………
ও চারিদিকে অন্যায় দেখতে যখন পাই
ঠিক থাকে না মাথা আমার আউলা হয়ে যায়
চারিদিকে অন্যায় দেখতে যখন পাই
ঠিক থাকে না মাথা আমার আউলা হয়ে যায়
তার প্রতিবাদ করি তার প্রতিবাদ
খোদা এই অপরাধ আমার এই অপরাধ।
মনে কষ্ট মাথা নষ্ট
মনে কষ্ট মাথা নষ্ট
মাফ করে দে আমায়
মাফ করে দে
খোদা মনের ময়লা সবই
মাফ করে দে।
আ………আ………আ………আ………
ও কি কারনে মা আমার কয়না কথা আর
সেই দুঃখে বুক ফেটে যাই দেখি অন্ধকার
কি কারনে মা আমার কয়না কথা আর
সেই দুঃখে বুক ফেটে যাই দেখি অন্ধকার।
কি অভিমান মায়ের কি অভিমান
মায়ের জন্য কুরবান
আমার জানটা কোরবান।
মনে কষ্ট মাথা নষ্ট
মনে কষ্ট মাথা নষ্ট
মাফ করে দে আমায়
মাফ করে দে
খোদা মনের ময়লা সবই
মাফ করে দে।