Mon Tui Chinli Lyrics (মন তুই চিনলি না রে) Khalid Hasan Milu

 

Mon Tui Chinli Lyrics (মন তুই চিনলি না রে) Khalid Hasan Milu



Mon Tui Chinli Lyrics by Khalid Hasan Milu :

Mon Tui Chinli Na Re Lyrics . This song Singing by Khalid Hasan Milu. Music Composed by Enayet Karim. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody needs Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Cast: Dipjol & Jhumka
Singer: Khalid Hasan Milu
Lyricist: Enayet Karim
Composer: Shouquat Ali Imon
Movie: Noya Kosai
Director: Enayet Karim
Producer: Shahanara Karim
Production: Sojoni Films International 
Language: Bangla
Label: Anupam

Mon Tui Chinli Song Lyrics in Bangla :

 
মন তুই চিনলি না রে 
দেখলি না রে 
মন মানুষ বিরাজ করে 
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে, 
মন তুই চিনলি না রে 
দেখলি না রে 
মন মানুষ বিরাজ করে 
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে। 

মন আমার ঝাকানাকা
বাইরের টা ভিতরে ফাটা
মন আমার ঝাকানাকা, 
মন আমার ঝাকানাকা
বাইরের টা ভিতরে ফাটা 
শক্ত করে জড়ায়ে ধর রে 
মুর্শিদের দিলে রাইত 
পালাইয়া যাইবো কাইত 
মুর্শিদের দিলে রাইত 
পালাইয়া যাইবো কাইত 
পাপ পুণ্যের হিসাব কর রে। 
ও মন তুই চিনলি না রে 
দেখলি না রে 
মন মানুষ বিরাজ করে 
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে। 

বিধি তোমার জবাব  নাই 
শিখাইলা ধানাই পানাই
বিধি তোমার জবাব নাই, 
বিধি তোমার জবাব  নাই 
শিখাইলা ধানাই পানাই
মন যা চায় আমি করি রে।
হাতে দিয়া লাটাই , দেও টান তুমি সুতায়
হাতে দিয়া লাটাই , দেও টান তুমি সুতায়
মরছি আমি এখন ফাপড়ে।

মন তুই চিনলি না রে 
দেখলি না রে 
মন মানুষ বিরাজ করে 
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে, 
মন তুই চিনলি না রে 
দেখলি না রে 
মন মানুষ বিরাজ করে 
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে
আমার দিল্লশ্বরে। 
Previous
Next Post »