Shudhu Ekbar Bolte Dao Lyrics (শুধু একবার বলতে দাও) Eemce Mihad । Tuhin

 

Shudhu Ekbar Bolte Dao Lyrics (শুধু একবার বলতে দাও) Eemce Mihad । Tuhin


Shudhu Ekbar Bolte Dao Lyrics by Tuhin :

শুধু একবার বলতে দাও গানটি গেয়েছেন তুহিন। সঙ্গীতায়োজন করেছেন এমসে মিহাদ এবং গানের কথা বাংলায় লিখেছেন আব্দুল কাদের তুহিন।

Song : Shudhu Ekbar Bolte Dao
Vocal, Lyrics & Tune : Abdul Kader Tuhin
Music Composer : Eemce Mihad

Shudhu Ekbar Bolte Dao Song Lyrics In Bangla :

শুধু একবার বলতে দাও আমাকে। 

শুধু একবার বলতে দাও আমাকে
কতটা ভালোবাসি যে তোমায়,
কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে
জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। 

তোমার ওই হাসিটা আমাকেও হাসায়
আমায় ছুঁয়ে দাও তোমার আলতো ছোঁয়ায়,
দেখোনি কখনো, কখনো এভাবে
তোমার কান্না যেনো আমাকে কাঁদায়। 

শুধু একবার বলতে দাও আমাকে
কতটা ভালোবাসি যে তোমায়,
কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে
জড়িয়েছি আমি যে তোমার মায়ায়।। 

তোমায় নিয়ে মেঘলা দিনে
হারাবো এক অচেনা শহরে,
তোমায় নিয়ে যত কথা আমার
বলেই দেবো সব কোনো এক প্রহরে। 

জেনে নিয়ো তুমি কিছুটা যা বাকি
সব কথা কি আর মুখে বলা যায়,
মুহূর্ত কাটে না যেনো তোমাকে ছাড়া 
তোমার কথাই কেনো সারাক্ষণ ভাবায়। 

শুধু একবার বলতে দাও আমাকে
কতটা ভালোবাসি যে তোমায়,
কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে
জড়িয়েছি আমি যে তোমার মায়ায়।। 

শুধু একবার বলতে দাও আমাকে লিরিক্স ইংরেজিতে - তুহিন :
Sudhu ekbar bolte dao amake
Kotota valobashi je tomay
Keu nei tumi chara hridoye
Joriyechi ami je tomar mayay
Tomar oi hasita amakeo hasay
Amay chuye dao tomar aalto choway
Dekhoni kokhono kokhono evabe
Tomar kanna jeno amake kaday.

Previous
Next Post »