Brishti Brishti Pore Lyrics Raghab Chatterjee :
বৃষ্টি বৃষ্টি পড়ে Raghab Chatterjee by Khuda Jaane Bangla Album। এই বৃষ্টির দিন বিশেষ বাংলা গানের লিরিক্স বাংলায় লিখেছেন প্রসেন।
Song : Brishti Brishti Pore Ochena Musholdhare
Album : Khuda Jaane
Vocal & Composition : Raghab Chatterjee
Lyrics : Prosen
Label : Asha Audio
Brishti Brishti Pore Song Lyrics In Bangla :
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে
হে হে.. বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে
সারারাত ভিজে ভিজে যাই,
মিষ্টি মিষ্টি কিছু ধারণারা নেবে পিছু
না ভেজার দিয়োনা দোহাই ..
মরুভূমি আমি তুমি
চলোনা নদীতে হারাই ..
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষল ধারে।
ব্যস্ত দিনে মননি জা
আজ সে সময় পেয়ে যাবে।
পা-নি সা রে গা.. মা রে
নি-সা রে-গা মা, মা-পা গা-রে সা
নি-সা রে-গা, গা-রে নি ধা সা..
নি-সা রে-সা।
পা-নি গা-রে সা, মা-গা রে সা
গা-রে মা-গা রে-সা, নি-সা রে ধা নি নি মা।
ব্যস্ত দিনে মননি জা
আজ সে সময় পেয়ে যাবে,
নৌকো ভাসা মনের কথা
বললেই বলা হয়ে যাবে,
ফোঁটারাই জানে মেঘেদের ব্যথা
ফোঁটারাই জানে মেঘেদের ব্যথা,
চলোনা নিমেষে মোছাই ..
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে
সারারাত ভিজে ভিজে যাই,
মিষ্টি মিষ্টি কিছু ধারণারা নেবে পিছু
না ভেজার দিয়ো না দোহাই ..
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুশল ধারে।
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে লিরিক্স ইংরেজিতে - রাঘব চ্যাটার্জী :
Bristi Bristi pore ochena musholdhare
Sararaat vije vije jai
Mishti mishti kichu dharonara nebe pichu
Na vejar diyona dohai
Morubhumi ami tumi
Cholo na nodite harai
Besto dine mononija
Aaj se somoy peye jabe
Nouko vasa moner kotha
Bollei bola hoye jabe
Fotarai jaane megheder betha
Cholona Nimeshe mochai
Brishti Brishti pore ochena mushaldhare.