Ilsheguri Prem Lyrics (ইলশেগুঁড়ি প্রেম) Madhuraa Bhattacharya | Ayan Kumar Nath

 

Ilsheguri Prem Lyrics (ইলশেগুঁড়ি প্রেম) Madhuraa Bhattacharya | Ayan Kumar Nath


Ilsheguri Prem Lyrics Madhuraa Bhattacharya :

ইলশেগুড়ি প্রেম গান গেয়েছেন মধুরা ভট্টাচার্য। অভিনয়ে: মধুরা ও শুভম চ্যাটার্জী। অয়ন কুমার নাথের লেখা বাংলা ভাষায় সংগীত রচনা ও গানের কথা।

Song : Ilsheguri Prem
Singer : Madhuraa Bhattacharya
Lyricist & Music Composer : Ayan Kumar Nath 
Music Producer : Shamik Chakravarty
Record, mix & mastering : Goutam Basu
Concept & Direction : Avik Sarkar
Dop & Edit : Dipankar Das
Label : Asha Audio

Ilsheguri Prem Song Lyrics In Bangla :

কিছু মেঘলা, আলগা অভিমানী ভোর 
কিছু বৃষ্টি, খুব তোকে দিলাম আদর,
কিছু রোদ্দুর, 
একমুঠো উষ্ণতায় দিলাম ভাসিয়ে, 
কিছু না বলা কথায়। 

এক আকাশ মুখ, পালতোলা ঝিনুক 
ফোঁটা গায়ে বৃষ্টি মন কেমন,
আড়মোড়া কথায়, মেঘ ছুঁয়েছি আর
ভেজা শ্লেটে গা ভাসাই যেমন। 

অসময়ি আবদারে, স্যাঁতস্যাতে অবসরে 
আজও তুই সে বিকেলের মতোই,
জানি আজ বুকের মাঝে 
সম্মোহনে আরও কাছে,
তুই না এলে বৃষ্টি থামাবোই। 

খামখেয়ালী রাত, তোর আঙুলে হাত 
অসময়ে আধভেজা চিলেকোঠায়,
ইচ্ছে হবি আয়, বৃষ্টি ভেজা পায় 
ঠিক যেমন হলেই তোকে মানায়।। 

বেসামাল মেঘ, হোক না সে আবেগ 
জানি তুই ঝড়ে ছেলেবেলার সোই,
পাতাঝরা দিন, কাগজ রঙ্গীন 
তোর নামে আজ নৌকা ভাসাবোই । 

বৃষ্টি ভেজা স্নান, হোক না মেঘ উড়ান 
জমে থাকা নীলে তুই অমিতে বেশ,
যায় মুঠো ঝেঁপে, গান দেবো মেপে 
গল্পে তোর পালকে আজ ছুটির আবেশ। 

একটা খুব চেনা বিকেল
পথ হাঁটি এই ঘুম চোখে, 
ইলশেগুঁড়ি প্রেম, তোর আমার অভ্যেসে। 
খামখেয়ালী রাত, তোর আঙুলে হাত 
অসময়ে আধভেজা চিলেকোঠায়,
ইচ্ছে হবি আয়, বৃষ্টি ভেজা পায় 
ঠিক যেমন হলেই তোকে মানায়।। 

ইলশেগুঁড়ি প্রেম লিরিক্স ইংরেজিতে - মধুরা ভট্টাচার্য :
Kichu meghla alga obhimani bhor
Kichu brishti khub toke dilam ador
Kichu roddur
Ekmutho ushnotay dilam vasiye
Kichu na bola kothay
Ek akash mukh paaltola jhinuk
Fota gaaye brishti mon kemon
Aarmora kothay megh chuyechi aar
Veja shlete gaa vasai jemon
Osomoyi aabdare satsate oboshore
Aajo tui se bikeler motoi
Jani aaj buker majhe
Sommohone aaro kache
Tui na ele bristi thamaboi
Khamkheyali raat tor angule haat
Osomoye adhveja chilekothay
Icche hobi aay brishti veja paay
Thik jemon holei toke manay.

Previous
Next Post »