Mrigonabhi Lyrics (মৃগনাভি) Anupam Roy | Subhajit Mukherjee

 

Mrigonabhi Lyrics (মৃগনাভি) Anupam Roy | Subhajit Mukherjee


Mrigonabhi Lyrics Anupam Roy :

মৃগনাভি গানটি গেয়েছেন অনুপম রায়। অভিনয়ে: warশ্বরিয়া সেন, পুশন দাশগুপ্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য। অনুপম রায় লিখেছেন এবং বাংলায় গানের সুর করেছেন। গানের মিক্সিং এবং মাস্টারিং শমী চ্যাটার্জি।

Song : Mrigonabhi 
Vocals, Lyrics & Music : Anupam Roy
Music produced by : Subhajit Mukherjee
Vocals recorded by : Subhranil Bose
Directed by : Souradeepta Chowdhury
Cinematography : Souradeepta & Suvam
Edit, di & colorist : Souradeepta Chowdhury
Executive producer & production design : Eventmas

Mrigonabhi Song Lyrics In Bangla :

তুমি বলেছো সবাইকে 
জানতে চাওয়ার আগে,
তোমার আমাকে চিরদিন 
কত মন্দ লাগে। 

আমার লেখা গান, কবিতা 
কি আর এমন বলো,
তোমার ভেতর রাগ অভিমান 
কোন সাগরে ঢালো। 

অথচ আমার নাম করে 
কেন ফুল তোলো,
কেন কিছু লেখো রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে 
যেন মৃগনাভি, সুরে সুরে করে খোঁজ। 

বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।

মিথ্যে কিছু ভুল রটিয়ে 
কি বা তুমি পেলে?
এক কাপ মন খারাপ ছিটিয়ে 
দিচ্ছ কার বিকেলে। 

তার চেয়ে ভালো এই দুজনে 
দূরে দূরে থাকি,
আমরা সমান নই 
মেনে নাও যে কটাদিন বাকি। 

অথচ আমার নাম শুনে 
কেন উঠে বসো,
কেন ধূলো মোছো রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে 
যেন মৃগনাভি, সুরে সুরে করে খোঁজ। 

বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।
 
অথচ আমার নাম করে 
কেন ভালোবাসা কানে কানে ডাকে রোজ,
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে 
যেন মৃগনাভি, সুরে সুরে করে খোঁজ। 

বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।

মৃগনাভি লিরিক্স  ইংরেজিতে - অনুপম রায় :
Tumi bolcho sobai ke
Jante chaowar agey
Tomar amake chirodin
Koto mondo laage
Amar lekha gaan kobita
Ki aar emon bolo
Tomar vetor raag obhimaan
Kon sagore dhalo
Othocho amar naam kore
Keno phul tolo
Keno kichu lekho roj
Aanmone kepe otha thote
Jeno mrigonabhi sure sure kore khoj
Biday biday
Haasi mukhe vese chole jai
Rukkho chule chiruni harai.

Previous
Next Post »