Etodin Dure Dure Chile Lyrics (এতদিন দূরে দূরে ছিলে) Baby Naznin

 

Etodin Dure Dure Chile Lyrics (এতদিন দূরে দূরে ছিলে) Baby Naznin


Etodin Dure Dure Chile Lyrics by Baby Naznin :

Song: Etodin Dure Dure Chile
Cast: Shakib Khan & Sinthia
Singer: Baby Naznin
Lyricist: Gazi Mazharul Anwar
Movie: Tumi Amar Prem
Director: Sahin Sumon
Producer: Alamgir Hossain
Production: RCS Chalachitra

Etodin Dure Dure Chile Song Lyrics In Bangla :

এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে,
এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।
চোখের ইশারায়, প্রেমের ভাষায়
আদঁরে কথা বলো না।
এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে,
এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।
চোখের ইশারায়, প্রেমের ভাষায়
আদঁরে কথা বলো না।।
ও এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।

ধীরে ধীরে বাড়ছে জালা 
এই মন হলো উতলা,
হারাবো কোথাও নিয়ে চলো না।
ও...ধীরে ধীরে বাড়ছে জালা 
এই মন হলো উতলা,
হারাবো কোথাও নিয়ে চলো না।।
যতটুকু পাই, আরো যে চাই
চাওয়া তো শেষ হলো না।
ও এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।

আজ আমার হলো জেগে কি 
চারপাশে তোমাকেই দেখি
আমার এ প্রেমতো নয় কোন ছলনা।
ও...আজ আমার হলো জেগে কি 
চারপাশে তোমাকেই দেখি
আমার এই প্রেমতো নয় কোন ছলনা।।
বুক ভরা ওই, প্রেম থৈ থৈ,
তৃষ্ণা তবু গেল না।
ও এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।

এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে,
এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।
চোখের ইশারায়, প্রেমের ভাষায়
আদঁরে কথা বলো না।
এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে,
এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।
চোখের ইশারায়, প্রেমের ভাষায়
আদঁরে কথা বলো না।।
ও এতদিন দূরে দূরে ছিলে 
কাছে এসে ঝড় তুলে দিলে।


Previous
Next Post »