Je Bhul Korechi Ami Lyrics (যে ভুল করেছি আমি) Monir Khan

 

Je Bhul Korechi Ami Lyrics (যে ভুল করেছি আমি) Monir Khan



Je Bhul Korechi Ami Lyrics (যে ভুল করেছি আমি) Monir Khan :

Album: Je Bhul Korechi Ami
Singer: Monir Khan
Label: Kantho Entertainment
Online Partner: POD

Je Bhul Korechi Ami Song Lyrics In Bangla :

যে ভুল করেছি আমি
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলের হয় না ক্ষমা
যে ভুল করেছি আমি
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলেই কাঁদছে
বন্দি পাখির মতো প্রিয়তমা
যে ভুল করেছি আমি
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলের হয় না ক্ষমা।

কিশোর বেলাতে সে দিতে এসেছিল যে ফুল
বুঝিনি ফুলের মানে
বুঝেছিলাম তাকে ভুল
কিশোর বেলাতে সে দিতে এসেছিল যে ফুল
বুঝিনি ফুলের মানে
বুঝেছিলাম তাকে ভুল
সেদিনের দুঃখ
আজও বুকে আছে জমা
যে ভুল করেছি আমি
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলের হয় না ক্ষমা

বুকের গভীরে সে
এঁকে দিয়ে গেছে যে দাগ
সে দাগে দাগি হয়ে
বয়ে যায় কান্নারই ভাগ
বুকের গভীরে সে
এঁকে দিয়ে গেছে যে দাগ
সে দাগে দাগি হয়ে
বয়ে যায় কান্নারই ভাগ
সে ভুলের কষ্ট
আজও বুকে আছে জমা।

যে ভুল করেছি আমি
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলেই কাঁদছে
বন্দি পাখির মতো প্রিয়তমা
যে ভুল করেছি আমি
সে ভুলের হয় না ক্ষমা
সে ভুলের হয় না ক্ষমা।


Previous
Next Post »