Ei Premer Ei Golpe Lyrics (এই প্রেমের এই গল্পে) Andrew Kishore | Kanak Chapa

 

Ei Premer Ei Golpe Lyrics (এই প্রেমের এই গল্পে) Andrew Kishore | Kanak Chapa


Ei Premer Ei Golpe Lyrics by Andrew Kishore and Kanak Chapa :

Song: Ei Premer Ei Golpe
Movie : Mayer Hate Beheshter Chabi
Singer : Andrew Kishore And Kanak Chapa
Music: alauddin ali
Director: F I Manik
Label: Cd Choice

Ei Premer Ei Golpe Song Lyrics In Bangla :

এই প্রেমের এই গল্পে 
সবাই জানে তুমি প্রেমিক
আমি প্রেমিকা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে আমি নায়ক 
তুমি নায়িকা।
ও আমার হৃদয় জুড়ে শুধু 
তোমারই নাম লিখা,
ও তোমারই নাম লিখা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে আমি নায়ক 
তুমি নায়িকা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে তুমি প্রেমিক
আমি প্রেমিকা।

বুকে টেনে নিলে পাই জীবন
দূরে সরে গেলে হয় মরন
কাছে গেলে যদি প্রান বাঁচে 
রবো আমি রবো আরো কাছে
নয়নে তুমি রাখো তোমারই নয়ন
করেছো পাগল তুমি আমাকে এখন
ও...তুমি ছাড়া পৃথিবীতে 
আমি যে একা, ও... আমি যে একা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে তুমি প্রেমিক
আমি প্রেমিকা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে আমি নায়ক 
তুমি নায়িকা।

তুমি ছাড়া বলো কে আপন
এ জীবনে সবই তুমি এখন,
দিয়েছি তোমাকে এই হৃদয়
তুমি তুমি করে যায় সময়।
বাতাসে উড়ে পাখি 
নদী তুলে ঢেউ
মনেরই মাঝে তুমি ঝড়ালেই কেউ
ও... ভালবাসার প্রতিদিনই 
তুমি দাও দেখা... ও তুমি দাও দেখা।

এই প্রেমের এই গল্পে 
সবাই জানে আমি নায়ক
তুমি নায়িকা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে তুমি প্রেমিক
আমি প্রেমিকা।
ও আমার হৃদয় জুড়ে শুধু 
তোমারই নাম লিখা,
ও তোমারই নাম লিখা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে তুমি প্রেমিক
আমি প্রেমিকা।
এই প্রেমের এই গল্পে 
সবাই জানে আমি নায়ক
তুমি নায়িকা।

Previous
Next Post »