Jano Ma Lyrics (জানো মা) Zero



Song Information :
Song name : Jano maa (জানো মা?)
Singer : Zero
Tune & Music : Zero
Lyrics : Azif Ardeny

Lyrics :

জীবনে পথ চলা তোমার থেকে শিখা মা
কতটা ভালোবাসি বোঝানো তো যাবে না
খোদার পরে তুমি মা
তোমার চোখের পানি যেন
কোনো দিনও ঝরে না
মায়ের চোখে পানি দেখলে দুনিয়া ভালো লাগে না
আঁধার ভয় আলো আমার
তোমার মুখ দেখলে
আমার জীবন হয় আলো
এখন মা মা বলে কাঁদি
পিছু টুকু ফিরে না
লাখো ভিরের মাঝে আমি তোমায় খুজি
জানো মা?
বাবার কথা মনে করে আজো আমি কাঁদি মা
চোখের পানি মোছার মত সময় কারো ছিল না
যখন পেটে খুদা ছিল দেখতাম সবার ছলনা
এখন পকেট ভর্তি টাকা পেলেও খুদা লাগে না

জানো মা
ও আমার পেটে খুদা লাগে না
আজ আমার পেটে খুদা লাগে না
জানো মা
ও আমার পেটে খুদা লাগে না
জানো মা
ও আমার পেটে খুদা লাগে না
ও আমার পেটে খুদা লাগে না
আমি চিঠি দিলাম পত্র দিলাম
জানতে মায়ের খবর
জানলাম মায়ের ঠিকানা চন্দকা কবর
আমি হাজার বাতি জালায়
যখন আসে রাত্রি

আমার মায়ের কবরে
আর কে জালায় বাতি (২)
বাস্তবতা
সবি বাস্তবতা
লেখার হৃদয় গাঁথা কয়লা ধুলে
যাইবো না বোঝা
তবু কারো জীবনে সাথে জড়ানো
যত ছিলো সুখ
হাসি ঠাত্তাতে কাঁদাতে
যত দিন ছিলো দুখ
হারালাম ছোট বেলার বাপের সংসার
দেখার মত কেও নাই
বংশ বিস্তার কইরা কেন
বাবা চিন্তায় চিন্তায়
আমার স্কুলের সে জীবনটা

হারিয়ে গেল আঁধারে
এখন মাথা ভরা চিন্তা
কেমনে বাঁচাবো নিজের মারে
কাজ খুঁজে বেরিয়ে পড়া
টাকা চিন্তায় মাথা প্যারা
ভাবি নাই এমন দিনটা
যে ভুইলা দেখতে হইবো আমি মা
যেও না আমায় ছাইড়া
সমাজে একা কইরা
বিপদে পরলে কেও আহেনা
দেখলে গেসে ঢুইকা ভিতরে সইরা
ওষুধ হইলে খাওন হয় না
কাজের হাজিরা ছিলো ২০০
চাপায় রাকসি যত ছিল
মনে ভিতর কষ্ট জমা
যত ছিল আশা
ভেঙে চুরমার
চিকিৎসা অভাবে হারালাম মারে
হারালাম নিজের অধিকার
চিঠি দিলাম পত্র দিলাম
জানতে মায়ের খবর
জানলাম মায়ের ঠিকানা চন্দকা কবর
আমি হাজার বাতি জালায়
যখন আসে রাত্রি
আমার মায়ে কবরে
আর কে জালাবে বাতি(২)

ও আমার পেটে খুদা লাগে না
জানো মা
ও আমার পেটে খুদা লাগে না
আজ আমার পেটে খুদা লাগে না
ও আমার পেটে খুদা লাগে না
ও আমার পেটে খুদা লাগে না
জানো মা
ও আমার পেটে খুদা লাগে না

Previous
Next Post »