Song Information :
Song name : Bhalobashi Ma(ভালোবাসি মা)
Singer : Imran mahmudul
Tune & Music : Imran mahmudul
Lyrics : Nushrat Jahan Afrin
Lyrics :
মায়ের হাসি পৃথিবীতে
সব থেকে সেরা,
মায়ের স্পর্শ
নিংস্বার্থ ভালোবাসায় ঘেরা ।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়,
সেই কথা না বললেও
মা বুঝে যায় ।
মা বুঝে যায়...
কত কথা বলি তবু
হয়নি বলা কভু,
তোমাকে ভালোবাসি মা ।
বড় বেশি ভালোবাসি মা...
পারবোনা শোধ করতে
আমি কখনো তোমার ঋণ,
স্বার্থপর পৃথিবীতে
তোমার ভালোবাসা স্বার্থহীন ।
তোমার মনের ইচ্ছেগুলো
হয়না জানা সেভাবে,
তবুও আমার আবদার পূরণ
করে যাও হাসি মুখে ।
করে যাও হাসি মুখে..
কত কথা বলি তবু
হয়নি বলা কভু,
তোমাকে ভালোবাসি মা ।
বড় বেশি ভালোবাসি মা...
যখন তুমি নিজ হাতে
খাবার খাইয়ে দাও আমাকে,
মনে হয় যেন অমৃত এসেছে
বেহেশত থেকে ।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়,
সেই কথা না বললেও
মা বুঝে যায় ।
কত কথা বলি তবু
হয়নি বলা কভু,
তোমাকে ভালোবাসি মা ।
বড় বেশি ভালোবাসি মা...