Jabo Megher Deshe Lyrics (যাবো মেঘের দেশে) Wrivu Mustafa




Song Information :
Song : Jabo Megher Deshe | যাবো মেঘের দেশে
Singer : Wrivu Mustafa
Brand : Chitropot
Bass: Ontik Kazi
Esraj: Safin Shudipto
Guitar: Wasif Nafi
Banjo & Vocal: Dhian Giri
Percussion: Ribhu Roddur
Sound Engineers: Kanak Aditya, DH Shuvo
Band Manager: Subrata Shuvro

Lyrics :

জানালার গরাদ বেয়ে,
যখন নেমে আসে চাঁদ।
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে,
ফেরার আশায় আবার।।
তখন তুমি এসে, ডাকবে আমায়।
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
আমার শহরে রঙ হারিয়েছে,
মানুষ জমেছে লাশকাটা ঘরে।
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে,
হারিয়ে গেছে সব অন্ধকারে।
তখন তুমি এসে হারালে কোথায়?
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।
আমার শহর বাড়তে থাকে,
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।
তখন তুমি এসে, ডাকবে আমায়।
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।

Previous
Next Post »