Song Information :
Song: Chupi Chupi Kichu Kotha
Singer: Kavita Krishnamurthy
Lyric: Priyo Chatterjee
Music & Tune: Debendranath Chattopadhyay
Movie: Moner Majhe Tumi
Cast: Jishu Sengupta, Purnima
Cinematography: M V Ramkrison & Rafiqul Bari Chowdhury Editing: Mujibur Rahman Dulu & Samsiv Rao & NorshimaRaju Story And Dialogue: M S Raju & Ali Azad
Producer: MdAbbashUllah & MdMotiur Rahman Panu
Director: Motiur Rahman Panu
Label: G-Series
Lyrics :
হে এ....এ
হে এ.....এ
চুপি চুপি কিছু কথা
বলে যদি ভালোবাসা..স্বপ্ন আসে
দুটি চোখে দুটি তারা
মিটি মিটি জ্বলে যদি
চাঁদ যে হাসে
এই চোখে..এ.দুটি তারা ওই
শুধু তুমি যে তুমি
প্রেমি... প্রেমি
প্রেমি....ই....প্রেমি..
চুপি চুপি কিছু কথা
বলে যদি ভালোবাসা স্বপ্ন..আসে।
দুটি চোখে দুটি তারা
মিটি মিটি জ্বলে যদি
চাঁদ যে হাসে
একটু কাছে থাকায়
একটু চোখের দেখায়
এ মনে জাগে আরো..কত যে আশা
তুমি যে সাথী আমার
আমি যে প্রেমি তোমার
বলনা বুঝবে কবে,এ ভালোবাসা
কাছে থেকেও বোঝনা হায়
কেন যে শূন্য শূন্য মন
মনে মনে দিন গুনি তাই
জানি না চিনবে যে কখন....
প্রেমি প্রেমি...প্রেমি..প্রেমি
চুপি চুপি কিছু কথা
বলে যদি ভালোবাসা স্বপ্ন..আসে
দুটি চোখে দুটি তারা
মিটি মিটি জ্বলে যদি
চাঁদ যে হাসে...।
আমি সেই ময়না পাখি
বোঝনি আজও তা...কি
যখনি দূরে থাকো..
এ চোখে শ্রাবণ
তোমারই মনের আকাশ
দিলো সকালের আভাস
কবে সে প্রেমের আলো..পাবে জীবন
বুঝিনা হায়... কেন তোমার
এত যে অন্য অন্য মন
জেগে থাকি রাতে একা
লাগে যে শূন্য এ ভুবন
প্রেমি...,প্রেমি..প্রেমি..প্রেমি
চুপি চুপি কিছু কথা
বলে যদি ভালোবাসা স্বপ্ন..আসে
দুটি চোখে দুটি তারা
মিটি মিটি জ্বলে যদি
চাঁদ যে হাসে
এই চোখে...এ..দুটি তারা
ওই শুধু তুমি যে তুমি
প্রেমি...,প্রেমি..
প্রেমি....ই....প্রেমি..
প্রেমি...,প্রেমি..
প্রেমি....ই....প্রেমি..
প্রেমি...,প্রেমি..
প্রেমি....ই....প্রেমি..