Amar Moneri Ghore Lyrics By Andrew Kishor | Kanak Chapa :
Song Information :Song: Amar Moneri Ghore
Cast: Shakib Khan & Apu Biswas
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyricist: Zakir Hossain Raju
Music: Ali Akram Shuvo
Movie: Moner Ghore Bosot Kore
Director: Zakir Hossain Raju
Producer: Md. Khorshed Alam & Md. Iqbal Hossain Joy Production: Binimoy Chalachitra
Label: Anupam
Amar Moneri Ghore Lyrics (আমার মনেরই ঘরে) Andrew Kishor | Kanak Chapa :
Lyrics :
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
কোথায় গেলে বলো বিধি........
কোথায় গেলে বলো বিধি,পাবো তাহারে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
কোথায় গেলে বলো বিধি........
কোথায় গেলে বলো বিধি,পাবো তাহারে
আমার মনেরী ঘরে,যে জন বসতি করে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে।
আমার চোঁখের মণি দিন রজনী,কেঁদে হয় আকুল
এই বুকের নদী নিরবধী,ভাঙ্গরে দুই কুল
আমার চোঁখের মণি দিন রজনী,কেঁদে হয় আকুল
এই বুকের নদী নিরবধী,ভাঙ্গরে দুই কুল
আমি পথ হাড়ায়ে খুঁজি তারে.......
আমি পথ হাড়ায়ে খুঁজি তারে,পথের মাজারে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
তারে এই জনমে না পাই যদি,ঐ জনমে যাব
আমি সর্গ্ব নরক খুঁজেই খুঁজেই
পাবোই তারে পাবো,,
তারে এই জনমে না পাই যদি,ঐ জনমে যাব
আমি সর্গ্ব নরক খুঁজেই খুঁজেই
পাবোই তারে পাবো..
বিধি ঐ জনমে তাহার সাথে......
বিধি ঐ জনমে তাহার সাথে,রেখো আমারে
আমার মনেরী ঘরে,যে জন বসতি করে
আমার মনেরী ঘরে,যে জন বসতি করে
কোথায় গেলে বলো বিধি........
কোথায় গেলে বলো বিধি,পাবো তাহারে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে
আমার মনেরই ঘরে,যে জন বসতি করে