Hridhoye Likechi Tomari Naam Lyrics (হৃদয়ে লিখেছি তোমারই নাম) SI Tutul | Samina Chowdhury




Song Information :
Song: Hridhoye Likechi Tomari Naam
Singer: Samina Chowdhury And S I Tutul
Lyrics: Jewel Mahmud
Tune: Habib Wahid
Music : Habib Wahid
Movie Name: Akash Chowa Bhalobasha
Cast: Reaz, Purnima, Razzak,Sharmili Ahmed,Probir Mitro,Afzal Shorif,Nasrin,Rehana Joli,Diti
Cinematography : Alamgir Khosru
Editing : Touhid Hossain Chowdhury
Script : Amzad Hossain
Story : S A Haque Alik
Dialogue : S A Haque Alik
Producer : Vision
Director : S A Haque Alik
Label : G Series

Lyrics :

হৃদয়ে লিখেছি তোমারই নাম
হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম
ও ও হৃদয়ে লিখেছি তোমারই নাম
হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম
তুমি আমার আনন্ত আশা
তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা
এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা
হো, এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা

তোমাকে, চাই সকাল দুপুরে
এস পায়ে বাজিয়ে নুপুর
উম হু, তোমারই কাছে এলে
বুঝি ভালবাসা কত যে মধুর
নিঃশ্বব্দে নিরবে মনের
মাঝে তোমারই কথাই বাজে
ওও নিঃশ্বব্দে নিরবে মনের
মাঝে তোমারই কথাই বাজে
তুমি আমার অনন্ত আশা তোমায়
নিয়ে নীল স্বপ্নে ভাসা
এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা
হো এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা

হিম যাক থেমে, আজ সময়
ঘড়ি দেখি তোমার রুপের লহরি
ও হো এসোনা যাই অন্য
কোথাও হব দুজনে দেশান্তরি
রংধনু আবিরে রঙিন কর যখনি এ হাত ধর
ও ও রংধনু আবিরে রঙিন কর যখনি এ হাত ধর
তুমি আমার আনন্ত আশা
তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা
এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা
হো হো এক পৃথিবী প্রেম
তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা
ও হৃদয়ে লিখেছি তোমারই নাম
হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম
তুমি আমার আনন্ত আশা
তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা
এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা
হো এক পৃথিবী প্রেম তুমি
আমার আকাশ ছোঁয়া ভালবাসা

Previous
Next Post »