Jai Din Jai Ekaki Lyrics (যায় দিন যায় একাকী) SI Tutul




Song Information :
Song: Jai Din Jai Ekaki
Cast: Riaz & Purnima
Singer: S. I. Tutul
Lyricst: Kabir Bakul
Music: S. I. Tutul
Movie: Hridoyer Kotha
Director: S. A. Haque Alik
Producer: Pothik (Tuhin Barua)
Label: Anupam

Lyrics :

যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এ অন্তরো
অভিমানে কেঁদে মরে
ওওও
এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন
যায় দিন একাকী

আজ বিরহের অখর দিয়ে
মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে
হৃদয়ের কথা
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ওওও
এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন
যায় দিন একাকী
তারি আসার প্রহর গুণে
দিন এমনি ফুরাবে
ওওও
না পাওয়ার এ মন আকাশে
স্বপ্নে এঁকে যাবে
ভালোবাসা এ অন্তরো
অভিমানে কেঁদে মরে
ওওও
এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় একাকী

তার বিহনে কেমোনে বলো থাকি
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমোনে বলো থাকি
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ওওও
এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন
যায় দিন একাকী
Previous
Next Post »