Beche Nei Lyrics (বেঁচে নেই) Autumnal Moon




Beche Nei Lyrics By Autumnal Moon :

Song Information :
Song : Beche Nei (বেঁচে নেই)
Singer : Autumnal Moon
Lyric : Samuel Haque
Tune & Music : Mehdi
Album : Mehdi Mix 3
Co-ordinated by : Isha Khan Duray
Edited & Directed By : MD RASEL
Language : Bangla
Label : G-Series

Beche Nei Lyrics By Autumnal Moon :

আমি আর বেঁচে নেই মা, বাবাকে বলে দিও
আমি মুক্তি পেয়েছি
আমি আর বেঁচে নেই মা, বাবাকে বলে দিও
আমি মুক্তি পেয়েছি
স্মৃতির সরণী বেয়ে
কত ফুল কত পাখি প্রজাপতি
কত নরক নারী দেখেছি
অপশক্তির নিষ্ঠুর নির্মমতা করে নি আমায় ক্ষমা
আমি আর বেঁচে নেই মা।

সময় এখন অন্য রকম মা
জন্মের সার্থকতা এখানে দেখি না
সময় এখন অন্য রকম মা
জন্মের সার্থকতা এখানে দেখি না
আর কোনো সন্তান গর্ভে
ধরো না গো মা
দশ মাস দশ দিন বিথায় গেলো মা
আমি আর বেঁচে নেই মা।

মাঝ রাতে ঐ নর পিসাস গুলোর হাতে
অসহায় অপলক রইলাম চেয়ে
শ্বাস রুদ্ধ হয়ে গেলো পারলাম না বাচতে
মাঝ রাতে ঐ নর পিসাস গুলোর হাতে
অসহায় অপলক রইলাম চেয়ে
শ্বাস রুদ্ধ হয়ে গেলো পারলাম না বাচতে
আর কোনো সন্তান গর্ভে
ধরো না গো মা
দশ মাস দশ দিন বিথায় গেলো মা
আমি আর বেঁচে নেই মা।

বাবাকে বলে দিও
আমি মুক্তি পেয়েছি
স্মৃতির সরণী বেয়ে
কত ফুল কত পাখি প্রজাপতি
কত নরক নারী দেখেছি
অপশক্তির নিষ্ঠুর নির্মমতা করে নি আমায় ক্ষমা
আমি আর বেঁচে নেই মা।

Previous
Next Post »