Nayori Lyrics (নাইওরি) Sadman Pappu




Nayori Lyrics By Sadman Pappu :

Song Information :
Song : Nayori (নাইওরি)
Singer : Sadman Pappu
Lyrics & Tune : Masum Taslim
Music Composition : Mehdi
Co-ordinated by : Isha Khan Duray
Edited By : MD RASEL
Dop & Vedio Director : Shuvangkor Das
Language : Bangla
Label : Agniveena

Nayori Lyrics By Sadman Pappu :

ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ভালোবাসার পানশি আমার পূর্ণ হইলো না
ভালোবাসার পানশি আমার পূর্ণ হইলো না

ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
আশা নিয়ে প্রানে আমার কত আশা মনে
আশা নিয়ে প্রানে আমার কত আশা মনে
ভাদ্র এলে বানের পানি আর তো থাকবো না
ভাদ্র এলে বানের পানি আর তো থাকবো না

ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
আশার এলে মনের মাঝে ধরে প্রেমের ভুত
নাইওরি মোর কাইরা নিল দিবা রাত্রির ঘুম
রে দিবা রাত্রির ঘুম (2x)

হাওর পাড়ের মানুষ আমি সরল মনের মানুষ
হাওর পাড়ের মানুষ আমি সরল মনের মানুষ
নরম দিলে এতো কষ্ট সইতে পারি না
ওরে নরম দিলে এতো কষ্ট সইতে পারি না

ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না

মাসুম তাসলিমা যে আশায় থাকে দিন যে কাটে না
নাইওরি মোর সেই যে গেলো ফিরে এলো না
নাইওরি মোর সেই যে গেলো ফিরে এলো না (2x)

বড় অভিমানী মানুষ আমি নরম দিলের মানুষ
বড় অভিমানী মানুষ আমি নরম দিলের মানুষ
এভার নাইওরি মোর না আসিলে বাড়ি ফিরবো না
নাইওরি মোর না আসিলে বাড়ি ফিরবো না

ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ও নাইওরি নায়র বেশে নায়ে উঠো না
ভালোবাসার পানশি আমার পূর্ণ হইলো না
ভালোবাসার পানশি আমার পূর্ণ হইলো না।

Previous
Next Post »