Ami Nijere Harai Lyrics (আমি নিজেরে হারাই) Sabrina Bashir




Ami Nijere Harai Lyrics By Sabrina Bashir:

Song Information :
Song: Ami Nijere Harai ( আমি নিজেরে হারাই )
Singer: Sabrina Bashir
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Shahriar Alam Marcell
Cast: Riad & Sabrina
Post: Rain Drops
Director: Soumitra Ghose Emon
Label: Dhruba Music শতাতিওন

Ami Nijere Harai Lyrics By Sabrina Bashir:

আমি নিজেরে হারাই তোমার মাঝেতে খুজি
তুমি আছো বলে তাই ধিদা ছাড়া চোখ বুঝি
যতটা পারো ভালোবাসো
এভাবে আমায় রোজই
আমি নিজেরে হারাই তোমার মাঝেতে খুজি
তুমি আছো বলে তাই ধিদা ছাড়া চোখ বুঝি
যতটা পারো ভালোবাসো
এভাবে আমায় রোজই
আমি নিজেরে হারাই তোমার মাঝেতে খুজি।

এতো তোমায় ভালোবাসি, তবু লাগে কম
আগলে থেকো এমনি করে,
আমায় আজীবন (2x)
যতটা পারো ভালোবাসো
এভাবে আমায় রোজই

আমি নিজেরে হারাই তোমার মাঝেতে খুজি
যত কাছে থাকি তোমার, ভরে না তো মন
জানে আকাশ তুমি আমার
কত যে আপন  (2x)
যতটা পারো ভালোবাসো
এভাবে আমায় রোজই
আমি নিজেরে হারাই তোমার মাঝেতে খুজি
তুমি আছো বলে তাই ধিদা ছাড়া চোখ বুঝি।

Previous
Next Post »