Amar Buker Vitor Naito Poran Lyrics By Andrew Kishor And Kanak Chapa :
Song Information :Song: Amar Buker Vitor Naito Poran
Cast: Shakib Khan & Apu Biswas
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Ali Akram Shuvo
Movie: Moner Jala
Director: Malak Afsari
Producer: Taposi Faruq
Production: Heart Bit Production
Label : Anupam
Amar Buker Vitor Naito Poran Song Lyrics In Bangla :
আমার বুকের ভেতর নাইতো পরানআছে তোমার নাম
ভালোবাসাই এমন মরণ আগে কি জানতাম
বন্ধু আগে কি জানতাম
আমার বুকের ভেতর নাইতো পরান
আছে তোমার নাম
ভালোবাসাই এমন মরণ আগে কি জানতাম
বন্ধু আগে কি জানতাম
হো,,, নিজের কথা ভাবতে এখন
তোমার কথায় ভাবী,,
আমার উপর আমার চেয়েও, তোমার বেশি দাবি
নিজের কথা ভাবতে এখন
তোমার কথায় ভাবী,,
আমার উপর আমার চেয়েও, তোমার বেশি দাবি
তোমার বুকে তোমার সুখেই আমি হারালাম
বন্ধু আমি হারালাম
আমার বুকের ভেতর নাইতো পরান
আছে তোমার নাম
ভালোবাসাই এমন মরণ আগে কি জানতাম
বন্ধু আগে কি জানতাম
ও,,, তোমার জন্য মন কিছু নয়,
প্রাণও দিতে পারি
জনম জনম আমি তোমার তুমি যে আমারই
তোমার জন্য মন কিছু নয়, প্রাণ ও দিতে পারি
জনম জনম আমি তোমার তুমি যে আমারই
জীবন দিয়েও তোমার প্রেমের দিতে পারি দাম
বন্ধু দিতে পারি দাম
আমার বুকের ভেতর নাইতো পরান
আছে তোমার নাম
ভালোবাসাই এমন মরণ আগে কি জানতাম
বন্ধু আগে কি জানতাম
আমার বুকের ভেতর নাইতো পরান
আছে তোমার নাম
ভালোবাসাই এমন মরণ আগে কি জানতাম
বন্ধু আগে কি জানতাম
আমার বুকের ভেতর নাইতো পরান
আছে তোমার নাম
ভালোবাসাই এমন মরণ আগে কি জানতাম
বন্ধু আগে কি জানতাম।