Khomo Oporadh Lyrics (ক্ষম অপরাধ) Mona

Khomo Oporadh Lyrics By Mona


Song : Khomo Oporadh (ক্ষম অপরাধ) 
Singer : Mona
Lyric & Tune : Fakir Lalon Shah 
Language : Bangla
Label : Agniveena

Khomo Oporadh Lyrics By Mona:

দাসের পানে চাও হে দয়াময়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম
ক্ষম অপরাধ।

তোমার ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই করো তুমি
রাখো মারো সে নাম নামি
রাখো মারো সে নাম নামি
তোমারই এই জগৎময়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম
ক্ষম অপরাধ।

পাপি অধম তারাইতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই
সত্য মিথ্যা জানবো হেথায়
সত্য মিথ্যা জানবো হেথায়
তারাইতে আজ আমায়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম
ক্ষম অপরাধ।

কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয়গো তারে
লালন বলে এ সংসারে
লালন বলে এ সংসারে
আমি কি তোমার কেহই নই
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম
ক্ষম অপরাধ।

দাসের পানে চাও হে দয়াময়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম
ক্ষম অপরাধ। 
Previous
Next Post »