Roj Hashore Allah Amar Lyrics (রোজ হাসরে আল্লাহ আমার) Khaled

Roj Hashore Allah Amar Lyrics By Khaled


Song : Roj Hashore Allah Amar (রোজ হাশরে আল্লাহ আমার) Singer : Mohammad Khaled Hossain 
Lyric & Tune : Kazi Nazrul Islam
Language : Bangla
Label : G Series

Roj Hashore Allah Amar Lyrics By Khaled:

রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার,
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।
বিচার চাহেনা তব
দয়া চাহে এ গুনাহগার
আল্লাহ করনা বিচার
আল্লাহ করনা বিচার।
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।

আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে
আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে।
আশা নাইযে যাবো তরে
বিচারে তোমার।
আল্লাহ করনা বিচার
আল্লাহ করনা বিচার।
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।

বিচার যদি করবে
কেন রহমান না নিলে
ওই নামের গুনে
তরে যাবো কেন এ জ্ঞান দিলে
দিন ভিক্ষারি হয়ে আমি
ভিক্ষা যখন চাইবো শামিল।
শূন্য হাতে ফিরিয়ে দিতে
পারবে না ক আর আল্লাহ
আল্লাহ করনা বিচার
আল্লাহ করনা বিচার।
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।

রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার,
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।
বিচার চাহেনা তব
দয়া চাহে এ গুনাহগার
আল্লাহ করনা বিচার
আল্লাহ করনা বিচার।
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।
Previous
Next Post »