Bristi Pore Tapur Tupur Lyrics (বৃষ্টি পড়ে টাপুর টুপু) Salim Chowdhury

Bristi Pore Tapur Tupur Lyrics By Salim Chowdhury



Bristy Pore by Salim Chowdhury
Lyrics: Bakiul Alom
Tune & Music: Mannan Mohammad
Label: Soundtek

Bristi Pore Tapur Tupur Lyrics By Salim Chowdhury:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?

আলতা রাঙা গায়ের বরন, দীঘল কালো চুল
লাজুক লাজুক মুখ যেনো ফোঁটা পদ্মফুল
আলতা রাঙা গায়ের বরন, দীঘল কালো চুল
লাজুক লাজুক মুখ যেনো ফোঁটা পদ্মফুল

বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়
বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়
বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়

ডাগর ডাগর চোখ যেনো তার ভালোবাসার ঘর
এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়

বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?


Previous
Next Post »