Jodi Mon Kade Lyrics (যদি মন কাঁদে) Shaon

Jodi Mon Kade Lyrics By Shaon



Singer: Meher Afroz Shaon
Music: S.I Tutul
Lyrics: Humayun Ahmed

Jodi Mon Kade Lyrics By Shaon:

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...(।।)

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
Previous
Next Post »