TRACK : AAJ EI BRISHTIR KANNA DEKHEY … TAPOSH FEAT. PAPON
LYRICS : KAUSAR AHMED CHAUDHURY
TUNE : LUCKY AKHAND
ORIGINAL SINGER : USTAAD NIAZ MOHAMMAD CHOWDHURY "WIND OF CHANGE" RENDITION
SINGER : PAPON
RE-COMPOSITION & KEYS : KAUSHIK HOSSAIN TAPOSH DRUMS : MARCO MINNEMANN
BASS : ANTON DAVIDYANTS
GUITAR : EUGENE UVAROV
GUITAR : SANJOY DAS
SANTOOR : SANDIP CHATTERJEE
ESRAJ : ARSHAD KHAN
SAROD : PRATIK SHRIVASTAVA
MIXING & MASTERING : PAVEL AREEN
Produced by : KAUSHIK HOSSAIN TAPOSH & FARZANA MUNNY from TM PRODUCTION exclusively for GAAN BANGLA TELEVISION.
LYRICS : KAUSAR AHMED CHAUDHURY
TUNE : LUCKY AKHAND
ORIGINAL SINGER : USTAAD NIAZ MOHAMMAD CHOWDHURY "WIND OF CHANGE" RENDITION
SINGER : PAPON
RE-COMPOSITION & KEYS : KAUSHIK HOSSAIN TAPOSH DRUMS : MARCO MINNEMANN
BASS : ANTON DAVIDYANTS
GUITAR : EUGENE UVAROV
GUITAR : SANJOY DAS
SANTOOR : SANDIP CHATTERJEE
ESRAJ : ARSHAD KHAN
SAROD : PRATIK SHRIVASTAVA
MIXING & MASTERING : PAVEL AREEN
Produced by : KAUSHIK HOSSAIN TAPOSH & FARZANA MUNNY from TM PRODUCTION exclusively for GAAN BANGLA TELEVISION.
Aj Ei Bristir Kanna Dekhe Lyrics Tapash:
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।