Dibanishi | Belal Khan | Kheya | Shakil | Odhora | Shokhi | Bangla Lyrics Songs
Dibanishi Belal Khan
Song : Dibanishi
Singer : Belal Khan & Kheya
Lyric : Sheikh Sumon Emdad
Tune : Belal Khan
Music : Mushfiq Litu
Album : Shokhi
Label : Cd Choice
Cast : Belal Khan, Kheya, Shakil & Odhora
Director : Sham Sunder Pal Joy
কেন যে কাটেনা সময়,তোমার ও এমনই কি হয়?
অবুঝ প্রেমের বাধনে,কেন যে আমায় জড়ালে?
দিবানিশি মন আমার,চেয়ে থাকে প্রতিক্ষায়,
কবে আসবে কাছে তুমি ভালবাসবে আমায়? (২)
ও মানেনা বারণ কোন ব্যাকরন,
তোমাকে চাওয়া শুধু যে কারণ।
দিবানিশি মন আমার,চেয়ে থাকে প্রতিক্ষায়,
কবে আসবে কাছে তুমি ভালবাসবে আমায়? (২)
সে পথ কোথায় হারাবো বহুদূর,
গোধূলী লগণ হবে সু মধুর।
দিবানিশি মন আমার,চেয়ে থাকে প্রতিক্ষায়,
কবে আসবে কাছে তুমি ভালবাসবে আমায়? (২)
কেন যে কাটেনা সময়,তোমার ও এমনই কি হয়?
অবুঝ প্রেমের বাধনে,কেন যে আমায় জড়ালে?
দিবানিশি মন আমার,চেয়ে থাকে প্রতিক্ষায়,
কবে আসবে কাছে তুমি ভালবাসবে আমায়? (২)
___________________________ (এফ,এস ফাহাদুল)