মনের ঘরে প্রেম | Belal Khan | Merry | Moner Ghore Prem | Bangla Lyrics Song
Moner Ghore Prem by Belal Khan and Merry.Lyrics: Shomeshwar OliTune: Belal KhanComposition: Musfiq Litu
এই মনের ঘরে যে প্রেম দেখেনা, যাক না সে, যাক না!
এই প্রেমের মানে যে,আজ বোঝেনা.... যাক না সে যাক না!
কিছু অভিমানী ঝড়ে দু চোখ জলে ভরে,দূর থেকে আরো দূরে স্মৃতি যাক সরে।তার ব্যাথা মনে জমে থাক না।
এই মনের ঘরে যে,প্রেম দেখেনা যাক না.... সে, যাক না!
এই প্রেমের মানে যে,আজ বোঝেনা.... যাক না সে যাক না!
খুব করে যাকে ডাকি, যার পথে চেয়ে থাকি,আছি একাকী,তার প্রেমে আছে শুধু চালাকি। (২)
কিছু অভিমানী ঝড়ে দু চোখ জলে ভরে,তার ব্যাথা মনে জমে থাক না!
এই মনের ঘরে যে,প্রেম দেখেনা, যাক না.... সে, যাক না।
এই প্রেমের মানে যে,আজ বোঝেনা.... যাক না সে যাক না।
দিন যাবে ঠিক চলে,ফুল পাখি নদী জলে,দেখা না হলে?
শেষ চিঠি উড়ে যাবে ভেজা বাদলে! (২)
কিছু অভিমানী ঝড়ে, দু চোখ জলে ভরে,তার ব্যাথা মনে জমে থাক না!
এই মনের ঘরে যে প্রেম দেখেনা, যাক না সে, যাক না।
এই প্রেমের মানে যে,আজ বোঝেনা.... যাক না সে যাক না।
___________________________________________(ভোরের শিঁশিঁর)