Tomake Bhalobese | তোমাকে ভালবেসে দিতে পারি | Shabnur & Omor Sani | Sabina Yasmin | Odhikar Chai | Lyrics Songs


Song: Tomake Bhalobese Dite PariCast: Shabnur & Omor SaniSinger: Sabina YasminLyricist: Milton Khandakar Music: Alam KhanMovie: Odhikar ChaiDirector: Wakil AhamedProduction: Asha Production



তোমাকে ভালবেসে দিতে পারি প্রাণ, (২)
আমি মাটি তুমি নীল আসমান। (২)
তোমাকে ভালবেসে দিতে পারি প্রাণ,

আমি মাটি তুমি নীল আসমান।  (২)

আমার এই মন শুধু,তোমারেই চায়,
বাধনা প্রেম ডোরে, সুখেরই ছোয়ায়। (২)
রাখনা চোখে চোখ হাজার বছর, (২)
করোনা তুমি অভিমান।
আমি মাটি তুমি নীল আসমান। (২)

তোমাকে ভালবেসে দিতে পারি প্রাণ,
আমি মাটি তুমি নীল আসমান। (২)

ফুলে ফুলে ওগো, গড়েছি বাসর,
যেওনা দূরে প্রিয়,করো গো আদর। (২)
থাকনা এই বুকে,জনম জনম, (২)
করোনা তুমি অভিমান।
আমি মাটি তুমি নীল আসমান। (২)

তোমাকে ভালবেসে দিতে পারি প্রাণ, (২)
আমি মাটি তুমি নীল আসমান। (২)
______________________________ (ভোরের শিঁশিঁর)
Previous
Next Post »