Matir Roud Lyrics (মাটির রোদ) Aftermath

Matir Roud Lyrics by Aftermath

Matir Roud Lyrics by Aftermath:

Song: Matir Rod 
Album: Play it Now 
Band: Aftermath 


বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে 
আজ মিশে যাই অহংকারের আঁধারে 
জাগে অসহায় একাকী 
নীল শীতের কামড়ে... 


জাগে নদী, নিকষ কালো ছবি 
অবাক পৃথিবী, মিছে যেন 
সবি সময়ের চাকা, মাটির রোদে আঁকা 
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময় 
মাখা 


ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে 
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে 
এ কেমন অস্থিরতারই ধ্বনি 
নিয়ে আমরা ... 


বেঁচে থাকি ক্রোধে ,নিয়তির কাঁধে 
অসীমের মাঝে,হারানো কোন সাঁজে 
সময়ের চাকা, মাটির রোদে আঁকা 
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময় 
মাখা 


চেনা সুখ হারিয়ে যায় 
যত দুঃখ খোঁজে আমায় 
ঝরনার স্রোতেরই পর 
কেন ওঠে কালো ঝড় 


গোধূলীর আলোয় হেঁটে চলি 
আমি স্বপ্ন ফেরী করি 
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে 
ভিড়েছে আমার স্বপ্নতরী 


গোধূলীর আলোয় হেঁটে চলি 
আমি স্বপ্ন ফেরী করি 
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
আবার ... 


জেগে ওঠে নদী,নিকষ কালো ছবি 
অবাক পৃথিবী, মিছে যেন সবি 
সময়ের চাকা, মাটির রোদে আঁকা 
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়... 
মাখা ...


Previous
Next Post »