Bokul Ful Lyrics by Joler Gaan :
Album : Otol JOler Gaan
Composer : Rahul Anand
Band : Joler Gaan
Bokul Ful Song Lyrics In Bengali :
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে,
যার সনে যার ভালোবাসা
যার সনে যার ভালোবাসা
সেইতো মজা লুটে লো,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে লো
হরিণডাঙার মাঠে,
আর সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে লো,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শাওন ভাদর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
শাওন ভাদর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে,
আর ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে লো,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে,
যার সনে যার ভালোবাসা
যার সনে যার ভালোবাসা
সেইতো মজা লুটে লো,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।