Rup Joubone Tor Lyrics (রুপ যৌবনে তোর) Monir Khan

 

Rup Joubone Tor Lyrics (রুপ যৌবনে তোর) Monir Khan


 Rup Joubone Tor Lyrics (রুপ যৌবনে তোর) Monir Khan :

Singer: Monir Khan
Album: Koto Sukhe Achi Ami
Label: Kantho Entertainment
Online Partner: POD

Rup Joubone Tor Song Lyrics in Bangla :

রুপ যৌবনে তোর পড়িবে ভাটা মোর
এ দুনিয়াটা বড়ই স্বার্থপর
সময় থাকতে পারের সম্বল কর
ওরে মন।
রুপ যৌবনে তোর পড়িবে ভাটা মোর
এ দুনিয়াটা বড়ই স্বার্থপর
সময় থাকতে পারের সম্বল কর।।

ওরে মন মনরে
মায়ের ও ইচ্ছাতে বাপের ও খুশিতে
এই দুনিয়ায় এলি কাঁদিতে হাসিতে
দেখিতে শুনিতে ভবেরও মেলাতে
দেখিতে শুনিতে ভবেরও মেলাতে
পেলিনা ভাবিতে অবসর।
সময় থাকতে পারের সম্বল কর।।

ওরে মন মনরে
আপনও ধান্দাতে রবে সবাই মেতে
বাপ মা ভাই বন্ধু যাবেনা কেউ সাথে
নিজের ইবাদত নবীজির শাফায়াত
নিজের ইবাদত নবীজির শাফায়াত।।
পেতে হলে পীর মুৃর্শিদ ধর।
সময় থাকতে পারের সম্বল কর।।

ওরে মন মনের
আপনও রঙ্গেতে মাতিলি সঙ্গেতে
দেখলিনা যাবেনা কেউ তোর সঙ্গেতে
চলিতে ফিরিতে হাসরের মাঠেতে
চলিতে ফিরিতে হাসরের মাঠেতে।
যেদিন হাজির হবি তোর বরাবর।
সময় থাকতে পারের সম্বল কর।।

রুপ যৌবনে তোর পড়িবে ভাটা মোর
এ দুনিয়াটা বড়ই স্বার্থপর
সময় থাকতে পারের সম্বল কর
ওরে মন।
রুপ যৌবনে তোর পড়িবে ভাটা মোর
এ দুনিয়াটা বড়ই স্বার্থপর
সময় থাকতে পারের সম্বল কর।।

Rup Joubone Tor Lyrics in English :

You will fall into the ebb and flow of youth
This world is very selfish
Make the most of your time
Oh my gosh.
You will fall into the ebb and flow of youth
This world is very selfish
Make the most of your time.

Oh my heart
In the mother's and father's will and happiness
In this world, Eli cries and laughs
Seeing and hearing Bhaberao match
Seeing and hearing Bhaberao match
Retire to think Pelina.
Make the most of your time.

Oh my heart
Everybody is busy with their own business
Father, mother, brother, friend will not go with anyone
Self-worship is the intercession of the Prophet
The intercession of one's own worship of the Prophet.
If you want to get, hold Pir Murshid.
Make the most of your time.

Oh my heart
With Matili in your own color
No one will go with you
On the way back to the field of laughter
On the way back to the field of laughter.
The day I will appear with you.
Make the most of your time.

You will fall into the ebb and flow of youth
This world is very selfish
Make the most of your time
Oh my gosh.
You will fall into the ebb and flow of youth
This world is very selfish
Make the most of your time.
Previous
Next Post »