Amar Ontore Gha Lyrics (আমার অন্তরে ঘা) Monir Khan

 

Amar Ontore Gha Lyrics (আমার অন্তরে ঘা) Monir Khan


Amar Ontore Gha Lyrics (আমার অন্তরে ঘা) Monir Khan :

Singer: Monir Khan
Album: Koto Sukhe Achi Ami
Label: Kantho Entertainment
Online Partner: POD

Amar Ontore Gha Song Lyrics in Bangla :

আমার অন্তরে ঘা,
ও ও ও আমার অন্তরে ঘা
বন্ধু রে তোর প্রেমের দাগাতে
বুক ফেটে যায় সেই নিদারুণ
বুক ফেটে যায় সেই নিদারুণ 
ব্যথার আঘাতে
আমার অন্তরে ঘা,
ও ও ও আমার অন্তরে ঘা
বন্ধু রে তোর প্রেমের দাগাতে।

ভালবাসার ঘুম ভাঙাইয়া
যাবি যদি মন রাঙাইয়া রে
ভালবাসার ঘুম ভাঙাইয়া,,
যাবি যদি মন রাঙাইয়া রে
ও তুই আইলি কেন ফাগুন বনে
আইলি কেন ফাগুন বনে আগুন লাগাতে
আমার অন্তরে ঘা,
ও ও ও আমার অন্তরে ঘা
বন্ধু রে তোর প্রেমের দাগাতে!

দিন চলে যায় রাত আসে
আসমানে চান তারা হাসে রে
দিন চলে যায় রাত আসে
আসমানে চান তারা হাসে রে
আমার নয়ন দুটি জলে ভাসে
নয়ন দুটি জলে ভাসে
তুই না থাকাতে
আমার অন্তরে ঘা
ও ও ও আমার অন্তরে ঘা
বন্ধু রে তোর প্রেমের দাগাতে।

কাঁন্দায়া তুই কি সুখ পাইলি
জীবনে তুই ক্যান যে আইলি রে
কাঁন্দায়া তুই কি সুখ পাইলি
জীবনে তুই ক্যান যে আইলি রে
আমার অন্তরে ঘুমিয়ে থাকা
অন্তরে ঘুমিয়ে থাকা মনকে জাগাতে
আমার অন্তরে ঘা,
ও ও ও আমার অন্তরে ঘা
বন্ধু রে তোর প্রেমের দাগাতে
বুক ফেটে যায় সেই নিদারুণ
বুক ফেটে যায় সেই নিদারুণ
ব্যথার আঘাতে
আমার অন্তরে ঘা,
ও ও ও আমার অন্তরে ঘা
বন্ধু রে তোর প্রেমের দাগাতে।

Amar Ontore Gha Lyrics in Bangla :

Hit my heart
He and he hit my heart
Friend Ray, in the stain of your love
That desperate chest burst
That desperate chest burst
In pain
Hit my heart
He and he hit my heart
Friend Ray, in the stain of your love.

Awakening of love
I will go if my mind is reddened
Wake up love
I will go if my mind is reddened
And why are you Aili Fagun Bane
Why did Aili set fire to the Fagun forest?
Hit my heart
He and he hit my heart
Friend Ray in the stain of your love!

Day goes by and night comes
They want to smile in the sky
Day goes by and night comes
They want to smile in the sky
My eyes float in two waters
Two eyes float in the water
You don't have to
A blow to my heart
He and he hit my heart
Friend Ray, in the stain of your love.

Kandaya, did you find happiness?
In life you can say that Aili Ray
Kandaya, did you find happiness?
In life you can say that Aili Ray
Sleeping in my heart
To awaken the sleeping mind in the heart
Hit my heart
He and he hit my heart
Friend Ray, in the stain of your love
That desperate chest burst
That desperate chest burst
In pain
Hit my heart
He and he hit my heart
Friend Ray, in the stain of your love.

Previous
Next Post »