Kotha Jodi Suru Kori Lyrics by Sabina Yasmin :
Song: Kotha Jodi Suru Kori Cast: Shabnur & Shabbir Singer: Sabina Yasmin Lyricist: Ahmed Jaman Chowdhury Composer: Manam Ahmed Movie: Chadni Rate Director: Ehtesham Producer: Ehtesham Language: Bangla Label: Anupam
Tumi Koi Tumi koi Lyrics
Kotha Jodi Suru Kori Song Lyrics In Bangla :
কথা যদি শুরু করি
শেষ তো হবে না
আগুন যদি জালি,
নেভানো যাবে না।
সেই ভাল দুজনায়
হয়ে যায় এবার অচেনা।
কথা যদি শুরু করি
শেষ তো হবে না
আগুন যদি জালি,
নেভানো যাবে না।
সেই ভাল দুজনায়
হয়ে যায় এবার অচেনা।
খুঁজে খুঁজে অবশেষে পেলাম খুঁজে তারে
এখন দেখি সে তো আজ ভুলে গেছে আমারে
খুঁজে খুঁজে অবশেষে পেলাম খুঁজে তারে
এখন দেখি সে তো আজ ভুলে গেছে আমারে।
কেন যে খেয়েছে প্রেমের মার
কি হলো আজ বেইমান,
বেইমান বেইমান বেইমান।
আমি কি ছিলাম ওগো
তোমার কাছে শুধুই খেলনা।
কথা যদি শুরু করি
শেষ তো হবে না
আগুন যদি জালি,
নেভানো যাবে না।
সেই ভাল দুজনায়
হয়ে যায় এবার অচেনা।
ভালবাসার যত জালা বুকে বেঁধে নিলাম
বিনিময় যত সুখ তোমায় দিয়ে গেলাম
ভালবাসার যত জালা বুকে বেঁধে নিলাম
বিনিময় যত সুখ তোমায় দিয়ে গেলাম।
কেন যে খেয়েছে প্রেমের মার
কি হলো আজ বেইমান,
বেইমান বেইমান বেইমান।
সবই কেড়ে নাও
শুধু স্মৃতি গুলো কেড়ে নিও না।
কথা যদি শুরু করি
শেষ তো হবে না
আগুন যদি জালি,
নেভানো যাবে না।
সেই ভাল দুজনায়
হয়ে যায় এবার অচেনা।
কথা যদি শুরু করি
শেষ তো হবে না
আগুন যদি জালি,
নেভানো যাবে না।
সেই ভাল দুজনায়
হয়ে যায় এবার অচেনা।