Ei Monta Tomari Diwana Lyrics (এই মনটা তোমারই দিওয়ানা) Baby Naznin | Asif

 

Ei Monta Tomari Diwana Lyrics (এই মনটা তোমারই দিওয়ানা) Baby Naznin | Asif


Ei Monta Tomari Dibana Lyrics by Baby Naznin and Asif :

Ei Monta Tomari Diwana Lyrics . This song Singing by Baby Naznin & Asif. Music Composed by Kabir Bakul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Cast: Manna & Purnima
Singer: Baby Naznin & Asif
Lyricist: Kabir Bakul
Composer: Shouquat Ali Imon
Movie: Villain
Director: Ispahani Arif Jahan
Producer: Ispahani Arif Jahan
Production: Digonto Cholochitro
Language: Bangla
Label: Anupam

Ei Monta Tomari Diwana Song Lyrics in Bangla :

জীবনে তুমি যে প্রথম
হৃদয়ে দিয়েছো জখম
তোমাকে ছাড়া যে এখন
ভাবে না কোন কিছু মন
এই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা
এই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা

মেয়ে: দেব তোমায় ভুলিয়ে
ভালোবাসায় জড়িয়ে
এতদিনে খুজে পেয়েছি আমি ভালোবাসার
সেই ঠিকানা,সেই ঠিকানা
সেই ঠিকানা,সেই ঠিকানা।

ওওওএই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা
এ জীবন, পারি আমি ধরতে বাজি
যদি চাও হব আমি মরতে রাজি
হো মনটা যে তুমি ছাড়া
হয় জানি দিশেহারা
অন্য কিছু বুঝিনা
এই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা

দেব তোমায় ভুলিয়ে
ভালোবাসায় জড়িয়ে
এতদিনে খুজে পেয়েছি আমি ভালোবাসার

সেই ঠিকানা,সেই ঠিকানা
সেই ঠিকানা,সেই ঠিকানা
ওওওএই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা

কি আছে, শুধু ভালোবাসা ছাড়া
কে বাছে,বল কোন আশা ছাড়া
একদিকে এই দুনিয়া
অন্যদিকে তুমি প্রিয়া
আর কিছু বুঝিনা
এই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা

জীবনে তুমি যে প্রথম
হৃদয়ে দিয়েছো জখম
তোমাকে ছাড়া যে এখন
ভাবে না কোন কিছু মন
এই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা

ওওওএই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা
দেব তোমায় ভুলিয়ে
ভালোবাসায় জড়িয়ে
এতদিনে খুজে পেয়েছি আমি ভালোবাসার

সেই ঠিকানা,সেই ঠিকানা
সেই ঠিকানা

ওওওএই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা
এই মনটা তোমারি দিওয়ানা
শুধু তোমার দিওয়ানা এই মনটা।

Previous
Next Post »