Ichhedana Lyrics (ইচ্ছে ডানা) Iman Chakraborty | Manik Bera

 

Ichhedana Lyrics (ইচ্ছে ডানা) Iman Chakraborty | Manik Bera


Ichhedana Lyrics Iman Chakraborty :

ইচ্ছে ডানা গান ইমান চক্রবর্তীর গাওয়া। সঙ্গীত রচনা করেছেন নীলাঞ্জন ঘোষ এবং বাংলায় গানের কথা লিখেছেন মানিক বেরা।

Song : Ichhedana 
Singer : Iman Chakraborty 
Music composer : Nilanjn Ghosh
Lyrics : Manik Bera
Cinematography & Direction : Subhadip

Ichhedana Song Lyrics In Bangla :

সেদিনের মতো আজো 
শরৎ রঙিন পরিবেশ,
আমি যদি পাখি হতাম
ছুঁয়ে নিতাম চাঁদের দেশ,
শরৎ ভেলায়, হিমেল হাওয়ায় 
উড়ে যেতাম বেশ। 
ভালোবাসার আকাশ খামে 
বৃষ্টিরা আজ কথা বলে,
চলো যাই উড়ে, বহুদূরে
ইচ্ছে ডানা মেলে। 
 
ভুলে যাই যত অভিমান 
মায়াবী আলেয়া পিছুটান,
ভোরের সূর্য আবার উঠুক
শিউলি কুঁড়িরা ফুটুক,
নদীও নিজের স্রোতে চলুক
শূন্য শহরে স্মৃতির ধুলো 
উড়ুক, উড়ুক .. 
রাতের স্বপ্নে আমায় ছিলে ঘিরে
তোমার ছোঁয়ায় দৃষ্টি আজ এলো ফিরে,
চলো যাই উড়ে, বহুদূরে
ইচ্ছে ডানা মেলে। 

সেদিনের মতো আজো 
শরৎ রঙিন পরিবেশ,
আমি যদি পাখি হতাম
ছুঁয়ে নিতাম চাঁদের দেশ,
শরৎ ভেলায়, হিমেল হাওয়ায় 
উড়ে যেতাম বেশ। 
ভালোবাসার আকাশ খামে 
বৃষ্টিরা আজ কথা বলে,
চলো যাই উড়ে, বহুদূরে
ইচ্ছে ডানা মেলে। 


ইচ্ছেডানা লিরিক্স ইংরেজিতে - ইমন চক্রবর্তী :

Sediner moto aajo
Shorot rongeen poribesh
Ami jodi pakhi hotam
Chuye nitam chander desh
Shorot bhelay himel haway
Ure jetam besh
Valobashar akash khame
Brishtira aaj kotha bole
Cholo ure jai bohudure
Icche dana mele
Bhule jai joto obhiman
Mayabi aleya pichutaan
Bhorer surjo abar uthuk
Sheuli kurira futuk
Nodio nijer smrote choluk
Shunno shohore smritir dhulo uruk
Raater shopne amay chile ghire
Tomar choway drishti aajo elo phire.

Previous
Next Post »