Ashmani Paloke Lyrics Rupak Tiary And Biyas Sarkar :
আশমানী পালকে দুর্গা পূজার বিশেষ বাংলা প্রেমের গানটি গেয়েছেন রূপক তিয়ারি এবং বিয়াস সরকার। অভিনয়ে: শ্রীতমা বৈদ্য, বিনয় ভট্টাচার্য, শ্রীময়ী চ্যাটার্জী এবং তপন পাল। বাংলা ভাষায় গানের কথা লিখেছেন আভিমান পল। গানের প্রোগ্রামিং, মিক্সিং এবং মাস্টারিং রুপক টিয়ারির।
Song : Ashmani Paloke
Vocal : Biyas Sarkar & Rupak Tiary
Lyrics : Aviman Paul
Tune : Rupak Tiary
Direction : SD Dey
DOP : Aditya Paul & Sayan Sarkar
Post Production : Aditya Paul
Ashmani Paloke Song Lyrics In Bangla :
আশমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।
অচেনা সন্ধ্যে হাওয়াতে
লুকোচুরি এই অবেলায়,
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়।
হুম.. বলবে কী রাতজাগা
কোলাজে স্বপ্ন হারায়।
ও.. আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।
রাতজাগা তুলিতে
আমায় ছুঁয়ে জলছবি মায়াতে,
যায় রঙ ধুয়ে বেহিসেবী তারে
কেন যে বেঁধে দিলে মন।
সাজানো পাতাবাহারী
বোঝেনা যে আমি তারই,
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়।
ও.. বলবে কী রাতজাগা
কোলাজে স্বপ্ন হারায়।
হুম.. আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।
আশমানী পালকে লিরিক্স ইংরেজিতে - রূপক তিয়ারী ও বিয়াস সরকার :
Ashmani paloke
Rakhi taake benami noloke
Taar naam likhe chokheri bhashate
Keno se chuye dilo mon
Ochena sonddhe hawate
Lukochuri ei obelay
Kichu sahosi chirkute
Icchera roj dotanay
Bolbe ki raatjaga
Kolaje shopno haray
Raatjaga tulite
Amay chuye jolchobi mayate
Jaay rong dhuye behishebi taare
Keno je bedhe dilo mon
Sajano patabahari
Bojhena je ami taari
Kichu sahosi chirkute
Icchera rooj dotanay.