ঝাড়-ফুক সংক্রান্ত কিছু দুআ
أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك
সুবিশাল আরশের প্রভু সুমহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, তিনি আপনাকে আরােগ্য দান করুন। (তিরমিযী ২০৮৩, আবু দাউদ, ৩১০৮, মুসনাদে আহমাদ ২১৩৭, মেশকাত ১৫৫২) (৭ বার পড়তে হবে)
أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة
আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের মাধ্যমে আমি তােমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার শয়তান থেকে, বিষধর প্রাণীর অনিষ্ট থেকে এবং সকল প্রকার বদ নযর থেকে। (বুখারী ৩৩৭১, আবু দাউদ ৩৭৩৯, ইবনে মাজাহ, ৩৫২৫, মুসনাদে আহমাদ ২১১২, মেশকাত ১৫৩৫) (৩ বার পড়তে হবে)
أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يعادر
হে মানুষের রব, বিপদ দূরীভূত করে দাও, আরােগ্য দান কর- এমন আরােগ্য যার পর আর কোনাে রোগ অবশিষ্ট না থাকে, কেননা তুমিই একমাত্র আরােগ্য দানকারী, তােমার আরােগ্য ছাড়া আর কারাে আরােগ্য নেই । (বুখারী, ৫৬৭৫, ৫৭৪২, ৫৭৪৩, ৫৭৫০, মুসলিম ৫৮৩৬, ৫৮৩৭, তিরমিযী ৯৭৩, ৩৫৬৫) (৩ বার পড়তে হবে)
اللهم أذهب عنه حرها وبردها ووصبها
“হে আল্লাহ তার থেকে গরম, ঠাণ্ডা ও ক্লান্তি দূর করে দাও। (মুসনাদে আহমাদ ১৫৭০০) (১ বার পড়তে হবে)
بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد ال له يشفيك بسم الله أرقيك
আমি আল্লাহর নাম নিয়ে তােমার ঝাড়-ফুঁক করছি- তােমাকে কষ্টদানকারী সকল বস্তু হতে এবং প্রত্যেক ব্যক্তির অথবা হিংসুক ব্যক্তির নযরের অনিষ্ট থেকে। আল্লাহ তােমাকে আরােগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তােমাকে ঝাড়-ফুক করছি। (মুসলিম ৫৮২৯, মেশকাত ১৫৩৪) (৩ বার পড়তে
হবে) শরীরের যে স্থানে ব্যথা অনুভূত হয় সেখানে হাত রেখে বিসমিল্লাহ বলবেন ৩ বার। তারপর এই দুআ পড়বেন-
আল্লাহর ইজ্জত ও ক্ষমতার উসিলায় যে অনিষ্ট আমি অনুভব করছি এবং যার ভয় করছি তা থেকে আশ্রয় প্রার্থনা করছি। (মুসলিম ৫৮৬৭, ইবনে মাজাহ ৩৫২২, মেশকাত ১৫৩৩) (৭ বার পড়তে হবে)।
আজ এই পর্যন্তই।