Uttor Para Dokkhin Para Lyrics (উত্তর পাড়া দক্ষিন পাড়া) Tasrif Khan




Uttor Para Dokkhin Para Lyrics By Tasrif Khan :

Song Information :
Song : Uttor Para Dokkhin Para
Singer : Tasrif Khan
Lyric : Azizul Haque
Tune : Tasrif Khan
Music : Shahriar Rafat
Album : Uttor Para Dokkhin Para
Label : Cd Choice
Cast : Tasrif Khan

Uttor Para Dokkhin Para Lyrics By Tasrif Khan :



লাজুক লাজুক কন্যা তোমার কোন পাড়াতে বাড়ি
বলো বলো বলো আমায় বলো তাড়াতাড়ি হায়!!!
লাজুক লাজুক কন্যা তোমার কোন পাড়াতে বাড়ি
বলো বলো বলো আমায় বলো তাড়াতাড়ি
এক পলকের দেখায় আমায় মনটা করলা চুড়ি
উত্তর পাড়া দক্ষিন পাড়া সব পাড়াতেই ঘুরি
তোমার মতো দেখি না রে এমন সুন্দরী (2x)
হালকা কাজল চোখে দিয়ে নীল শাড়ী গায়ে
প্রেমের নৌকায় উঠবে তুমি আলতা রাঙা পায়ে

হালকা কাজল চোখে দিয়ে নীল শাড়ী গায়ে
প্রেমের নৌকায় উঠবে তুমি আলতা রাঙা পায়ে
আরে বাকা ঠোঁটে মৃষ্টি হাসি হাওয়ায় উড়বে চুল
তোমার রেশমি চুড়ির আওয়াজ শুনে দিল হবে মশগুল
যত ভাবি তত আমি আরও প্রেমে পড়ি
উত্তর পাড়া দক্ষিন পাড়া
উত্তর পাড়া দক্ষিন পাড়া (2x)
উত্তর পাড়া দক্ষিন পাড়া সব পাড়াতেই ঘুরি
তোমার মতো দেখি না রে এমন সুন্দরী (2x)

চোখের তারায় হারিয়ে যাবো আমি বারে বার
মনের রানি হবে তুমি শুধু যে আমার আরে
চোখের তারায় হারিয়ে যাবো আমি বারে বার
মনের রানি হবে তুমি শুধু যে আমার
মনের রঙ তুলিতে তুমি হবে সাজানো পুতুল
আরে বাসবো ভালো তোমায় আমি আকাশ সমতুল
যত ভাবি তত আমি আরও প্রেমে পড়ি
উত্তর পাড়া দক্ষিন পাড়া
উত্তর পাড়া দক্ষিন পাড়া (2x)
উত্তর পাড়া দক্ষিন পাড়া সব পাড়াতেই ঘুরি
তোমার মতো দেখি না রে এমন সুন্দরী (2x)

Uttor Para Dokkhin Para Lyrics By Tasrif Khan :



এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল: WELCOME TUNE CODE: GP | ROBI | AIRTEL | TELETALK | BANGLA LINK : 9822615
গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 9822615 টাইপ করে পাঠিয়ে দিন 24000 নাম্বারে।
রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে5 9822615 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।
বাংলালিংক গ্রাহকরা এই গানটি আমারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে down লিখে স্পেস না দিয়ে 9822615 টাইপ করে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 9822615 টাইপ করে পাঠিয়ে দিন 23123 নাম্বারে।

Previous
Next Post »