Jete Jete Holo Dekha Lyrics (যেতে যেতে হলো দেখা) Ibrar Tipu And Bindu Kona





Jete Jete Holo Dekha Lyrics By Ibrar Tipu & Bindu Kona :

Song Information :
Song: Jete Jete Holo Dekha ( যেতে যেতে হলো দেখা )
Singer: Ibrar Tipu & Bindu Kona
Lyric: Robiul Islam Jibon
Tune & Music: Ibrar Tipu
Cast: Ibrar Tipu & Bindu Kona
Light: S.S Multimedia
Camera Operator: Laku Makeup
Artist: Noyon Ahamed
Costume Designer: Tahazib Opu
VFX Supervisor & Color: Chandan Roy Chowdhury
Assistant Director: Sorowar Rana
DOP & Director: Chandan Roy Chowdhury
Production: Black Cat Studio
Label: Dhruba Music Station

Jete Jete Holo Dekha Lyrics By Ibrar Tipu & Bindu Kona :




চুপি চুপি হলো দেখা হলো পরিচয়
সেই থেকে হয়ে গেছি আমি তুমি মোর
চুপি চুপি হলো দেখা হলো পরিচয়
সেই থেকে হয়ে গেছি আমি তুমি মোর
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়।

যেতে যেতে হলো দেখা হলো পরিচয়
সেই থেকে হয়ে গেছি আমি তুমি মোর
মেঘলা আকাশে বহে দক্ষিনা হাওয়া
একলা জীবনে শুধু তোমাকে চাওয়া

মেঘলা আকাশে বহে দক্ষিনা হাওয়া
একলা জীবনে শুধু তোমাকে চাওয়া
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়

যেতে যেতে হলো দেখা হলো পরিচয়
সেই থেকে হয়ে গেছি আমি তুমি মোর
স্বপ্ন দুচোখে আসে তোমারই নামে
চাই যে তোমাকে মনেরই নামে
স্বপ্ন দুচোখে আসে তোমারই নামে
চাই যে তোমাকে মনেরই নামে
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়

সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়
যেতে যেতে হলো দেখা হলো পরিচয়
সেই থেকে হয়ে গেছি আমি তুমি মোর (2x)
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়
সবকিছু ভুলে গিয়ে পড়ে আছি তোমায় নিয়ে
এভাবেই কি তবে ভালোবাসা হয়।

Jete Jete Holo Dekha Lyrics By Ibrar Tipu & Bindu Kona :



গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে WT লিখে একটি স্পেস দিয়ে 9819573 লিখে পাঠিয়ে দিন 24000 নাম্বারে।
গানটি বাংলালিংক গ্রাহকরা টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে DOWN9819573 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে। গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে CT লিখে একটি স্পেস দিয়ে 9819573 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।
গানটি রবি গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে GET লিখে একটি স্পেস দিয়ে 9819573 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।

Previous
Next Post »