Tomare legeche eto je valo lyrics (তোমারে লেগেছে এতো যে ভালো) Saif Zohan



Tomare legeche eto je valo lyrics Saif Zohan :

আগুন ও কনক চাঁপা এর সর্বাধিক জনপ্রিয় গান। ফাহিম টেলিকোম সেন্টার সংগীত রচনা। তোমা্রে লেগেছে এত যে  ভালো চাদ বুঝি তা জানে।

Song Details:
Song: Tumare Legeche Eto Je Valo
Singer: Agon & Kanak Chapa
Movie : Ghayel
Starring : Omor Sani & Alo

Tomare legeche eto je valo lyrics In Bangla :

হুম হুম হো আহা হা হুম হুম
হুম হুম হো আহা হা হুম হুম
তোমারে লেগেছে এতো যে ভালো
চাঁদ বুজি তা জানে
রাতের ও বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
চাঁদ বুজি তা জানে
রাতের আকাশে তারার ও মিতালি
আমারে দিয়েছে সুরের ও গীতালি
কত যে আশায় তোমারি নামে
জ্বালিয়ে আমি রেখেছি দীপালি
আকুল ভোমরা বলে সে কথা
বুকুলের ও কানে কানে
চাঁদ বুজি তা জানে
হুম হুম হো আহা হা হুম হুম
এতো যে কাছে চেয়েছি তোমারে
এতো যে প্রীতি দিয়েছো আমারে
এতযে পাওয়া কেমনে সহিবো
একাকী আমি নীরব ও আঁধারে
আকুল পাপিয়া ছড়ায় সে কথা
বাতাসের ও কানে কানে
চাঁদ বুজি তা জানে
তোমারে লেগেছে এতো যে ভালো
চাঁদ বুজি তা জানে
রাতের ও বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
চাঁদ বুজি তা জানে
হুম হুম হো আহা হা হুম হুম
হুম হুম হো আহা হা হুম হুম

তোমারে লেগেছে এতো যে ভালো লিরিক্স ইংরেজিতে - সাইফ জোহান ঃ
Tomare Legeche Ato Je Valo
Chandh Bojhi Tai Jane
Ratero Bashore Dhoshor
Tai She Amay Dake
Previous
Next Post »