Song Information :
Song: He Probhu ( হে প্রভু )
Singer: Samz Vai
Lyrics: Al-Amin Ahmed Aryan
Sound Engineering: Ankur Mahamud
DoP: Rajon Romm
Edit & Color: Imratul Islam
Label: Sohoj Islam
Lyrics :
দু'চোখ বুঝে প্রভু পাইনা খুঁজে
কভু তোমার মত আপন
জীবনে মরণে যদি থাকো এ মনে
নেই কিছু আর প্রয়োজন
তোমার ইবাদতে যেন প্রতিরাতে
বিভোর থাকে শুধু মন
দুচোখ বুঝে প্রভু পাইনা খুঁজে
কভু তোমার মত আপন
সবটা সময় ভয় পেতে থাকে
হৃদয় সেই ভয়ে ব্যাকুল হয়ে
চায় তোমারই আশ্রয় হে প্রভু
দয়াময় দাওনা রহম দিয়ে
নেই না জানা তোমার কিছু দুনিয়ার
দেখো এ মনটা আমার
তোমাকে যে পাওয়ার ব্যাকুলতা
আবার ধরছে বারবার।