Akashe Batashe Lyrics (আকাশে বাতাসে) Soam | Sadhana Sargam


Akashe Batashe Lyrics (আকাশে বাতাসে) Soam | Sadhana Sargam



Akashe Batashe Lyrics (আকাশে বাতাসে) Soam And Sadhana Sargam :


Song Information :
Song : Akashe Batashe
Singer : Soam & Sadhana Sargam
Lyric : Priyo Chatterjee
Tune & Music : Devendranath Chatterjee
Album : Moner Majhe Tumi
Language : Bangla
Label : G-Series

Akashe Batashe Song Lyrics In Bangla :


আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে...
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে...
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে...

রিমঝিমঝিম বৃষ্টি শেষে সূর্য্য আবার উঠবে হেসে
সে আমার এ দু'চোখে স্বপ্ন ছড়াবে
নেইতো এ মন ঘুমের ঘোরে স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মনপাখি যে পাখা উড়াবে
সুরে সুরে
গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে...

নীল নীল ঐ আকাশ পথে দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে দিলাম আমি হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে
গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে

আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে...
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে...
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘর, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে...


Previous
Next Post »