এমনতো প্রেম হয়
ও... চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও... পাষাণে বাঁধে যে হৃদয়
ও... চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও... পাষাণে বাঁধে যে হৃদয়
ও... যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও... ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও... কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়
ও... ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও... কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়
ও... ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও... তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়
-বিদ্যুৎ মিরাজ
ও... তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়
-বিদ্যুৎ মিরাজ
English:
Such is love
Oh ... how many tears
Burns by itself
Oh ... that heart tied to a rock
Oh ... I gave him everything I had
Oh ... love does that forever
Hundreds of irritated chest
Oh ... Roy cried and cried
Oh ... so many flowers fall
Oh ... yet why love forever
Roy woke up with hundreds of pains
- Electric mirag
Lyric Credit:
Source: Musixmatch
Songwriters: Alauddin Ali / Amzad Hossain