Yea Waliul Lyrics (ইয়া উয়ালিউল) Arfin Rumey

Yea Waliul Lyrics By Arfin Rumey




Song Info :
Song : Yea Waliul
Singer : Arfin Rumey
Lyrics : Arfin Rumey
Tune & Music: Arfin Rumey
Vocal: Arfin Rumey.

Yea Waliul Lyrics By Arfin Rumey:

তোমার প্রিয় হাবিবের উসিলায়
করো গো ক্ষমা....
মানুষ যে আজ বড় নিরুপায়
তোমার দয়া ছাড়া....
তুমি তো রহমান,তুমিই তো রাহিম
তুমিই তো মালিক,তুমিই তো প্রভু।
তুমিই তো মণিব,তুমি তো হাকিম
তুমি তো বাদশা,ও রাব্বে ক্বারীম।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম।

ইয়া হাইয়ূল,তুমি কাইয়ুম,তুমি কাহার, তুমি জাব্বার
তুমি হাকিলুল,তুমি কাবিউল,তুমি মাতিনুল,তুমি ওয়ালিউল।
তুমি হামিদুল,তুমি মুকসিল,তুমি মুফতিউল,তুমি মুইয়িদুল।
তুমি তো রহমান,তুমিই তো রাহিম
তুমিই তো মালিক,তুমিই তো প্রভু।
তুমিই তো মণিব,তুমি তো হাকিম
তুমি তো বাদশা,ও রাব্বে ক্বারীম।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম।

তুমি জামিউল, তুমি গানিউল,তুমি মুকনিউল,তুমি মানিউদ
তুমি নাফিউম,তুমি নুরুল,তুমি হাবিউল,তুমি বাদিউল,তুমি বাকিউল
তুমি ওয়ারাসুল,ইয়া রাসিদুছ,তুমি ছামিদুল।
তুমি তো রহমান,তুমিই তো রাহিম
তুমিই তো মালিক,তুমিই তো প্রভু।
তুমিই তো মণিব,তুমি তো হাকিম
তুমি তো বাদশা,ও রাব্বে ক্বারীম।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রেশ লাযিম।
Previous
Next Post »